হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে!হয়তো প্রিয় মানুষটাকে কিছু বলতে পারছো না! হয়তো অনেকটা ভেঙে পড়েছ…
কেউ যদি একটু কথা শুনত, judge না করে, কতটা ভালো লাগতো! যদি একটা পোস্টবক্স হতো যেখানে সবটা বলা যেত…যেখানে কালকের রাস্তায় দেখা মেয়েটাকে হঠাৎ পছন্দ হওয়ার পর মনটা কেমন করলো, সেটাও বলা যেত। যদি কোথাও থেকে একটু হলেও শোনা যেত, “যা করছিস, করে যা। একদিন ঠিক হবেই। আজ হচ্ছেনা তো কি হয়েছে! হাল ছেড়না বন্ধু!” তাই একটা ছোট উদ্যোগ, হয়তো এই সুযোগে নিজের একাকিত্বকেও লড়ে নেবো! :)
পুজোর আগে বাড়ি ফেরার চিঠি পাঠাও!নিজেও পাবে, don’t worry.